অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


গুমের শিকার ব্যক্তিদের স্মরনে আর্ন্তাজিত দিবস উপলক্ষে ভোলায় র‍্যালি-সমাবেশ ও মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:১০

remove_red_eye

২৪৫

এইচ আর সুমন : গুমের শিকার ব্যক্তিদের স্মরনে আর্ন্তাজিত দিবস উপলক্ষে  র‍্যালি-সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। 
আজ ৩০ আগস্ট সকাল ১১টায় ভোলা শহরের প্রান কেন্দ্র সদর রোডে অধিকার ও মায়ের ডাক এর ব্যানারে মান্ববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অধিকার এর জেলা সমন্নয়কারী মো: আফজাল হোসেন এর সভাপতিত্বের মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন,নুর মোহাম্মদ  রুবেল,রাকিবুল ইসলাম, ও মো: নবীর হোসেন প্রমুখ। এসময় ব্ক্তারা গুমবিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ স্বাক্ষর করায় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানানো হয়। বক্তারা বলেন,২০০৯ সাল থেকে  দেশে ব্যাপক ভাবে গুম হওয়ার ঘটনা শুরু হয়। ২০১৪ ও ২০১৮ সালে বিতর্কিত নির্বাচন গুলোর আগে ও পরে অনেক গুমের ঘটনা ঘটে। বেশির ভাগ বিরোধী রাজনৈতিক দল গুলোর নেতাকর্মীরা এর শিকার হয়। মানবাধিকার সংগঠন অধিকার ও মায়ের ডাক সব সময় গুমের শিকার ব্যক্তিদের ফিরে পাওয়ার দাবীতে বিভিন্ন কর্মসুচীসহ আন্দোলন চালিয়ে আসছে। ২০০৯ সাল থেকে২০২৪ সালের জুন পর্যন্ত ৭০৯ জন ব্যক্তি গুমের শিকার হয়েছে। 
 
বক্তারা আরো বলেন,এক সময় অধিকার এবং মায়ের ডাক এর ব্যানারে প্রগ্রাম করতে চাইলে আইনশৃংখলা বাহিনী বাঁধা দিতো,আজ সেই বাঁধা নেই। স্বাধীন ভাবে অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে। ভোলার সমন্নয়ক বলেন,তাকে থানায় ডেকে নিয়ে প্রগ্রাম না করার জন্য হুমকি দেয়া হয়েছে। তার পরেও থেকে ছিলো না প্রতিবাদ। বহু নির্যাতনের শিকার হয়েছে সারাদেশের অধিকার কর্মীরা। তারা ছাত্র-জনতার আন্দোলনে যে গণহত্যা হয়েছে তার বিচাঁর দাবী করেন। একই সাথে আহতদের খোজ খবর নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার দাবী জানানোর পাশাপাশি নিহততের পরিবার সদস্যদের সরকারী চাকুরীর ব্যবস্থা করার দাবী জানানো হয়। 
অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,গুমের শিকার পরিবার সদস্য,ব্যবসায়ী ও এনজিওকর্মীসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষেরা অংশ গ্রহন করেন। পরে একটি  বের হয়ে বরিশাল দালানের সামনে  এসে শেষ হয়।