অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


মেসার্স মিতু টেডার্স এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই মে ২০২০ রাত ১১:৩৪

remove_red_eye

১২৯৩

মোঃ জহিরুল ইসলাম বাপ্পী:: গরিব দুঃখীদের মাহে রমজান উপলক্ষে মিতু ট্রেডার্স  হতে প্রায় ৪০ ঘরে এই উপহার সামগ্রী পাঠানো হয়। চাল ৫ কেজি, আলু ২ কেজি লবণ এক কেজি ,ডাল এক কেজি, তেল এক লিটার ,পিয়াজ এক কেজি চিনি এক কেজি , মুড়ি এক কেজি , খেজুর আধা কেজি, চিড়া এক কেজি, ।
 
এ সময় উপস্থিত অত্র প্রতিষ্ঠানের মালিক সজীব মিয়াজী  বলেন, সিয়াম সাধনা বা রোজা পালন সমাজে সাহায্য-সহযোগিতা, সমবেদনা তথা সহমর্মিতা প্রদর্শনের অন্যতম মাধ্যম। সমাজ জীবনে রোজাদার ধনী-গরিব ব্যক্তি মিলেমিশে ইবাদত করে সকলকে করোনা ভাইরাস থেকে যেন রক্ষা করেন।