অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল পেরু, সুনামি সতর্কতা প্রত্যাহার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে জুন ২০২৪ বিকাল ০৫:১০

remove_red_eye

২৪০

পেরুতে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। শুক্রবার মধ্য পেরু উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)।

 

জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, অ্যাটিকুইপা জেলা থেকে ৮ দশমিক ৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে মাত্রা কম থাকলেও পরে তা বাড়ে।  
 
সংস্থাটি বলছে, ভূমিকম্পটির কেন্দ্রের কাছাকাছি এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র বিভিন্ন উপকূলের জন্য বিপজ্জনক সুনামির ঢেউয়ের পূর্বাভাস দিলেও পরে জানায়, ঝুঁকি কেটে গেছে।

এটি জানায়, এ ভূমিকম্পে সুনামি হওয়ার আর কোনো ঝুঁকি নেই।  

প্রায় ৩৩ মিলিয়ন জনসংখ্যার পেরু তথাকথিত প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থিত। এটি আমেরিকার পশ্চিম উপকূল বরাবর প্রবল ভূমিকম্পপ্রবণ বিশাল এলাকা।  

প্রতি বছর পেরুতে শত শত ভূমিকম্প শনাক্ত হয়।

 





আরও...