বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই জুন ২০২৪ সন্ধ্যা ০৭:১৪
২৬৫
নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় দেখা যেতে পারে একাধিক চমক। প্রধান প্রধান মন্ত্রণালয়গুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদ শরিকদের জন্য ছেড়ে দিতে পারে বিজেপি। আর তার জন্য বাদ পড়তে পারেন আগের মন্ত্রিসভার একাধিক দাপুটে সদস্য।
রোববার (৯ জুন) সন্ধ্যায় শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার নতুন মন্ত্রিসভার একাংশ। তার আগেই শুরু হয়ে গেছে নানা জল্পনা-কল্পনা। কে থাকছেন আর কে বাদ পড়ছেন মোদী ৩.০ মন্ত্রিসভায়?
সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মোদীর নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন না সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর ও নারায়ণ রানে।
মোদীর দ্বিতীয় মেয়াদের সরকারে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী ছিলেন স্মৃতি ইরানি। পাঁচ বছর আগে কংগ্রেসের দুর্গ বলে পরিচিত উত্তর প্রদেশের আমেথি আসনে খোদ রাহুল গান্ধীকে হারিয়েছিলেন তিনি। কিন্তু এবারের নির্বাচনে কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মার কাছে দেড় লাখেরও বেশি ভোটে হেরে গেছেন বিজেপির এ দাপুটে নেত্রী।
স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর ও নারায়ণ রানে। ছবি: সংগৃহীত
বিজেপির আরেক নেতা অনুরাগ ঠাকুর অবশ্য হিমাচল প্রদেশের হামিরপুর থেকে নির্বাচন করে জয়ী হয়েছেন। গত সরকারে তিনি ভারতের ক্রীড়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন। সূত্র বলছে, নরেন্দ্র মোদীর এবারের জোট সরকারে আর কেন্দ্রীয় ভূমিকায় থাকছেন না অনুরাগ।
মোদীর দ্বিতীয় মেয়াদের সরকারে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন নারায়ণ রানে। নতুন সরকারে জায়গা পাচ্ছেন না তিনিও। যদিও, এবারের নির্বাচনে মহারাষ্ট্রের রত্নগিরি-সিন্ধুদুর্গ আসন থেকে জিতেছেন এ বিজেপি নেতা।
শোনা যাচ্ছে, কংগ্রেসের শশী থারুরের কাছে অল্প ব্যবধানে হেরে যাওয়া বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখরও নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন।
নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলা সম্ভাব্য বিজেপি নেতারা হলেন- অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারমণ, এস জয়শঙ্কর, নীতিন গড়করি, মনসুখ মান্ডাভিয়া, পীযূষ গয়াল, অশ্বিনী বৈষ্ণব, ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব, প্রহ্লাদ জোশী এবং কিরেন রিজিজু।
সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) অন্যান্য দলের নেতাদের মধ্যে রয়েছেন এইচডি কুমারস্বামী, জয়ন্ত চৌধুরী, প্রতাপ যাদব, রাম মোহন নাইডু, সুদেশ মাহাতো এবং লল্লান সিং।
মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা
ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত
মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন
মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার
বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা
ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু