অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫ | ৫ই ফাল্গুন ১৪৩১


লালমোহনে ‘টাকা পেলেই ভাতা করার দায়িত্ব নেন দফাদার কুট্টি’


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই মে ২০২৪ রাত ০৮:১২

remove_red_eye

১৩৫

লালমোহন প্রতিনিধি : বর্তমান সরকারের আমলে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দেশের অসহায় মানুষদের নানা ধরনের ভাতা প্রদান করা হচ্ছে। তবে সরকারের সেই বিনামূল্যের ভাতা টাকার বিনিময়ে করে দেওয়ার অভিযোগ উঠেছে ভোলার লালমোহন উপজেলার আবুল কাশেম (কুট্টি) নামে এক দফাদারের বিরুদ্ধে। তিনি উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দফাদারের দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, মানুষকে ভাতা দেওয়ার কথা বলে তিনি হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। টাকা পেলেই দফাদার আবুল কাশেম (কুট্টি) যেকোনো ধরনের ভাতা করে দেওয়ার দায়িত্ব নেন। এজন্য তিনি দুই কিস্তিতে টাকা নেন। প্রথমে আবেদন করার সময় দুই হাজার থেকে তিন হাজার এবং পরে ভাতা চালু হলে পূণরায় এক হাজার থেকে দুই হাজার টাকা নেন তিনি।
অভিযোগ করে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মোরশেদ বলেন, আমি ১২ বছরের একজন মেয়ে রয়েছে। সে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। শুনেছি স্থানীয় দফাদার আবুল কাশেম (কুট্টি) এসব নামের তালিকা নিয়ে অফিসে জমা দেন। যার জন্য মেয়ের নামে প্রতিবন্ধী ভাতা চালু করতে তার কাছে যাই। তার কাছে যাওয়ার পর তিনি দুই হাজার টাকা দাবি করেন। এছাড়া বলেছেন ভাতা চালু হলে আরো দুই হাজার টাকা তাকে দিতে হবে।
একই এলাকার মো. রুহুল আমিন জানান, আমার মেয়ে জন্ম থেকেই প্রতিবন্ধী। তাই মেয়ের নামে একটি প্রতিবন্ধী ভাতা করতে স্থানীয় দফাদারের কাছে যাই। কারণ আমরা গ্রাম-গঞ্জে থাকি, অফিস তেমন ভালো করে চিনি না। এছাড়া ওই দফাদার আশেপাশের আরো কয়েকজনকে ভাতা করে দিয়েছেন। যার জন্যই মূলত তার কাছে গিয়েছি। যাওয়ার পর ভাতা করে দিতে দফাদার আবুল কাশেম (কুট্টি) দুই হাজার টাকা দাবি করেন। তার দাবি অনুযায়ী ওই টাকা তাকে দিয়েছি। তবে তিনি বলেছেন পরে আবারো দুই হাজার করে টাকা দিতে হবে।
অন্যদিকে দফাদার আবুল কাশেম (কুট্টির) বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ রয়েছে। তিনি ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চেরাগআলী বাড়ির জাহানারা নামে এক নারীর থেকে বিধবা ভাতা করে দেওয়ার কথা বলে তিন বছর আগে তিন হাজার টাকা নেন। অথচ জাহানারার স্বামী জামাল জীবিত। তিন বছর আগে টাকা নিলেও এখন পর্যন্ত ভাতা পাননি জাহানারা। যার জন্য টাকা ফেরত চাইলে দেই-দিচ্ছি বলে দিন পার করতে থাকেন দফাদার আবুল কাশেম (কুট্টি)। এছাড়াও দফাদার হওয়ার সুবাধে ধলীগৌরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রকার ভাতা করে দেওয়ার কথা বলে বেশ কিছু মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন আবুল কাশেম (কুট্টি)।
এসব অভিযোগের বিষয়ে ধলীগৌরনগর ইউনিয়নের দফাদার আবুল কাশেম (কুট্টি) বলেন, এতো মানুষের কাছ থেকে টাকা নেইনি। তবে ৭ থেকে ৮জনের থেকে পাঁচশত থেকে এক হাজার টাকা করে নিয়েছি। যা ডাক্তারি সনদ ও অন্যান্য বিষয়ে খরচ করা হয়েছে।
লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম দুলাল জানান, আবুল কাশেম (কুট্টি) প্রথমে চৌকিদার ছিলেন। বর্তমানে তিনি দফাদার হয়েছেন। এই পদের অপব্যবহার করে বিভিন্ন লোকজনের কাছে নানা সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি। সমাজের রক্ষক হয়ে তার এমন কর্মকাÐ খুবই ন্যক্কারজনক। দফাদার আবুল কাশেম (কুট্টির) এসব কর্মকাÐের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক তদন্ত করা প্রয়োজন।
লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ বলেন, অফিসের কথা বলে যদি কেউ টাকা নিয়ে থাকে তাহলে এটি ওই ব্যক্তির প্রতারণা। আমাদের দপ্তরের আওতাধীন কোনো ভাতা পেতে টাকা লাগে না। আমরা ভাতাপ্রত্যাশীদের প্রতি যথেষ্ট আন্তরিক।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। তবে ভুক্তভোগীরা অভিযোগ করলে ওই দফাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





গ্রামীন জন উন্নয়ন সংস্থার কার্যকরী কমিটি গঠন

গ্রামীন জন উন্নয়ন সংস্থার কার্যকরী কমিটি গঠন

দৌলতখানে পৌন দুই কেজি ওজনের  ইলিশের দাম ৭ হাজার টাকা

দৌলতখানে পৌন দুই কেজি ওজনের ইলিশের দাম ৭ হাজার টাকা

ভোলার কুকরি মুকরিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও স্বাস্থ্যগত দুর্বলতা মোকবেলায় কর্মশালা অনুষ্ঠিত

ভোলার কুকরি মুকরিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও স্বাস্থ্যগত দুর্বলতা মোকবেলায় কর্মশালা অনুষ্ঠিত

ভোলায় রেইজ প্রকল্পের আওতায় জীবন  দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

ভোলায় রেইজ প্রকল্পের আওতায় জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

ভোলায় অ‌বৈধভা‌বে বালু উ‌ত্তোল‌নের সময় ১৭‌টি ড্রেজার ও বাল্ক‌হেডসহ ৩৭জন আটক

ভোলায় অ‌বৈধভা‌বে বালু উ‌ত্তোল‌নের সময় ১৭‌টি ড্রেজার ও বাল্ক‌হেডসহ ৩৭জন আটক

ভোলার মেঘনায় কার্গো জাহাজ থেকে অপহৃত ক্র উদ্ধার

ভোলার মেঘনায় কার্গো জাহাজ থেকে অপহৃত ক্র উদ্ধার

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না: প্রধান উপদেষ্টা

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না: প্রধান উপদেষ্টা

গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করবো: ড. ইউনূস

গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করবো: ড. ইউনূস

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না: পার্থ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না: পার্থ

প্রধান উপদেষ্টা আগামীকাল ডিসি সম্মেলন উদ্বোধন করবেন

প্রধান উপদেষ্টা আগামীকাল ডিসি সম্মেলন উদ্বোধন করবেন

আরও...