অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৪ঠা মে ২০২৪ | ২১শে বৈশাখ ১৪৩১


ভোলায় শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৩৩

remove_red_eye

৭৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শিক্ষাবিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালিত হয়েছে। দিবষটি উপলক্ষে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ”শিক্ষায় রুপান্তর” গনসাক্ষরতা অভিযান  ও গ্রামীন জন উন্নয়ন সংস্থা যৌথ ভাবে দিবষটির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গির আলম । শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালক লিগ্যাল এন্ড প্রোগ্রাম অ্যাডভোকেট বীথি ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার সহকারি পরিচালক কৃষিবিদ আনিসুর রহমান টিপু। অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষক, এসএমসি কমিটি, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে যুগোপযোগি শিক্ষা ব্যাবস্থা গড়ে তোলার জন্য শিক্ষা রুপান্তর করা জরুরী বলে জানান বক্তারা। এ ছাড়াও ঝরে পড়া রোধে করনীয় বিষয়েও আলোচনা হয়।।