অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৬শে মার্চ ২০২৫ | ১২ই চৈত্র ১৪৩১


লালমোহনে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:১৮

remove_red_eye

১৮৫

লালমোহন প্রতিনিধি : প্রাণিসম্পদে ভরবো দেশ-গরবো স্মার্ট বাংলাদেশ শ্লোগানে ভোলার লালমোহনে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লালমোহন হেলিপ্যাড মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মর্জিয়ার সঞ্চলনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জয়া ধর মুমু।
লালমোহন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসাপাতালের বাস্তবায়নে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোহিতায় প্রদর্শনীতে বিভিন্ন স্টলে খামরিরা তাদের গবাদি পশু ও পাখি প্রদর্শণ করেন।    
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি মম্প্রসারণ কর্মকর্তা মো. আহসানউল্যাহ, মৎস্য অফিসার আলী আহম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাজাহান মিয়া, ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি হানিফ শেখ, পোল্টি ফার্মার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা বাহালুল কবির খানসহ বিভিন্ন খামারিগণ। আলোচনা সভা শেষে অতিথিগণ গবাদি পশু ও পাখি  বিভিন্ন স্টল পরিদর্শণ করেন।