অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে গণহত্যা দিবস পালিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২৪ বিকাল ০৪:৪৯

remove_red_eye

২১২

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় গণহত্যা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ রাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে নিরিহ ঘুমন্ত বাঙ্গালীর উপর অপারেশন সার্চলাইট বাস্তবায়ন করে। অপারেশন সার্চলাইট পৃথিবীর ইতিহাসে জঘন্যতম গণহত্যা।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিধি এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।