অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে জেলেদের মাঝে চাল বিতরণ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:৪২

remove_red_eye

২৪২

হাসনাইন আহমেদ মুন্না : ভোলার লালমোহন উপজেলায় জাটকা শিকার থেকে বিরত থাকা ১ হাজার ৯'শ  জেলে পরিবারের মধ্যে  ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।সোমবার দুপুরে উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে জেলেদের হাতে এ সব চাল তুলে দেন স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল প্রদান করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেমসহ সংস্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাটকা শিকার থেকে বিরত রাখতে ফেব্রুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত জেলার ৮৯হাজার ৬০০ জেলে পরিবারকে মাসিক ৪০ কেজি করে চাল দিচ্ছে সরকার।