অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোক্তা দিবসে ডেইলি শপিংয়ে ৫০০ পণ্যে বিশেষ ছাড়


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই মার্চ ২০২৪ বিকাল ০৫:১৬

remove_red_eye

৪৫২

বিশ্ব ভোক্তা অধিকার দিবস ও মাহে রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পাঁচশোর বেশি পণ্যে বিশেষ মূল্যছাড় দিচ্ছে দেশের জনপ্রিয় রিটেইল চেইনশপ ‘ডেইলি শপিং’। বিশেষ এ মূল্যছাড় কর্মসূচি চলবে ৩১ মার্চ পর্যন্ত।

সোমবার (১১ মার্চ) রাজধানীর শান্তিনগরে ডেইলি শপিং শোরুমে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বিশেষ মূল্যছাড় কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ।

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামালসহ ডেইলি শপিংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মূল্যছাড় সম্পর্কে ডেইলি শপিংয়ের হেড অব মার্কেটিং ওমর ফারুক বলেন, বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ও রমজান সামনে রেখে ক্রেতারা যেন সাশ্রয়ী দামে এবং বিশেষ মূল্যছাড়ে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন সেজন্য আমরা এ উদ্যোগ নিয়েছি।

ভোক্তা দিবসে ডেইলি শপিংয়ে ৫০০ পণ্যে বিশেষ ছাড়

তিনি জানান, মূল্যছাড়ের আওতায় ক্রেতারা ছোলা, বেসন, খেজুর, পাউডার ড্রিংক, চিড়া, মুড়ি, তেল, মসলা, নুডলস, বেভারেজ ও ট্রয়লেট্রিজ পণ্য কিনতে পারবেন। এছাড়া একটি কিনলে একটি বা দুটি কিনলে একটি ফ্রিসহ বিভিন্ন অফার দেওয়া হচ্ছে।

ওমর ফারুক আরও বলেন, ক্রেতারা ডেইলি শপিংয়ের অনলাইন সাইট বা ফোন কলে পণ্য অর্ডার করলে শোরুম থেকে নির্ধারিত অফারে দ্রুততম সময়ের মধ্যে হোম ডেলিভারির সুবিধা দেওয়া হচ্ছে।

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ডেইলি শপিংয়ের ৭০টি শোরুম চালু রয়েছে।

 

সুত্র জাগো