অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে বীর মুক্তিযোদ্ধা মাহে আলম কুট্রি মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:৪০

remove_red_eye

২৩৭

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহে আলম কুট্টি মিয়াকে (৮৪) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার সকালে তাকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে ইউনিয়নের ৭নং ওয়ার্ড পশ্চিম চরউমেদ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়াসহ বীর মুক্তিযোদ্ধা সন্তানগণ।  
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত ১১ টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা মাহে আলম কুট্টি মিয়া। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মাহে আলম কুট্টি মিয়া লালমোহন উপজেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের পরপর ৩বার  কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।