অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৬শে মার্চ ২০২৫ | ১২ই চৈত্র ১৪৩১


দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে: এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:২৯

remove_red_eye

১৯৭

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় পদক্ষেপে সর্বপ্রথম দেশব্যাপী ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন শুরু হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে সেই ধারা অব্যাহত রেখেছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারই নানামুখী পদক্ষেপ নিয়েছে। যার ফলে দেশের ক্রীড়াঙ্গনে সাড়া জাগানিয়া সাফল্য এসেছে।
শনিবার বিকেলে ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘লালমোহন প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৪’ এর ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লালমোহন খেলোয়ার কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ লীগ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে দুর্দান্ত লালমোহন বনাম আনন্দ বাজার ক্রীড়া চক্র। ম্যাচে ৬ উইকেটে দুর্দান্ত লালমোহন বিজয়ী হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আকতার হোসেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. রাহাত আনোয়ারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।