অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে পিঠা উৎসবে মাতলো শিক্ষার্থীরা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৪১

remove_red_eye

২৮০

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে পিঠা উৎসব। মঙ্গলবার বিকালে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বাহারি ধরনের পিঠা-পুলির পসরা বসিয়ে উৎসবে মাতেন শিক্ষার্থীরা। ওই শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত পিঠা উৎসবে ১৫টি স্টল বসান শিক্ষার্থীরা।
যেখানে ছিল দেশীয় পঞ্চাশ ধরনের বারো শতাধিক বাহারি পিঠার সমাহার। সর্বনি¤œ পাঁচ টাকা থেকে ত্রিশ টাকা পর্যন্ত ছিল এ পিঠার দাম। পিঠা ছাড়াও এই উৎসবে ছিল বিভিন্ন ধরনের জুস, চা ও ঝালমুড়ি। এ উৎসবকে কেন্দ্র করে ভিড় জমান লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ বিষয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা। তবে এখন আর আগের মতো গ্রামাঞ্চলে পিঠার দেখা মিলে না। তাই শিক্ষার্থীদের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা মানসম্মতভাবে তৈরি করেছে এসব পিঠা। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরই আমরা এ উৎসবের আয়োজন করবো।