অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


আধিপত্য বিস্তার নিয়ে বোরহানউদ্দিনে দুই জ্বীন গ্রুপের মধ্যে সংঘর্ষ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২৪ রাত ১১:৪২

remove_red_eye

২৬৬

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে আধিপত্য বিস্তার নিয়ে দুই জ্বিনের গ্রæপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে । এতে অন্তত ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন, জ্বিনের বাদশা খ্যাত হাসান মীরের স্ত্রী নূর নাহার, নূর ইসলামের স্ত্রী রুজিনা, দলিল উদ্দিনের ছেলে মোঃ হোসেন, নাগর এর স্ত্রী মাহমুদা, আহতদের মধ্যে নূরনাহার ও রুজিনার অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাদেরকে প্রথমে বোরহানউদ্দিন সদর হাসপাতাল, সেখান থেকে ভোলা জেলা সদর হাসপাতাল পরে অবস্থার আরো অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল সেবচিমে হস্তান্তর করেন । শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে । এ ঘটনায় বোরহানউদ্দিন থানা পুলিশ ৪ জ্বিনের বাদশাকে আটক করেছেন । আটককৃতরা হলেন, কচিয়া ৬ নং ওয়ার্ডের নসু হাওলাদারের ছেলে আলমগীর হাওলাদার , আলমগীর হাওলাদারের ছেলে শামীম হাওলাদার, রিপন মীর ও নয়ন মাল ।
স্থানীয় একাধিক ব্যাক্তি নাম প্রকাশ না করার শর্তে  জানান, দীর্ঘদিন থেকে জ্বিনের বাদশা খ্যাত আলমগীর হাওলাদা ও নূর ইসলাম মীর গ্রপের মধ্যে সাধারণ  জ্বীনদের কাছ থেকে মাসোহারার টাকা নিয়ে বিবাদ চলছিলো । এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাতে জ্বীনের বাদশা আলমগীর হাওলাদার তার বাহিনী নিয়ে জ্বীন নুরুল ইসলাম গংদের বাড়িতে গিয়ে মাসোহারার টাকার জন্য হুমকী ধমকি দেয় এতে নূরুল ইসলাম মীর গংরা তার পাত্তা না দিলে শুক্রবার বেলা ১১ টার দিকে জ্বীন আলমগীর তার দলবল নিয়ে নূরুল ইসলাম গংদের বাড়িতে গিয়ে হামলা চালায় । তবে এ ঘটনায় উভয় জ্বীন গ্রæপের কেউ বক্তব্য দিতে রাজী হননি । বোরহারউদ্দিন থারার ওসি শাহিন ফকির জানান, এ ঘটনায় ৪ জনকে আটককরা হয়েছে । আইগত পক্রিয়া চলমান রয়েছে ।