অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে ইয়াবাসহ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৩৯

remove_red_eye

১৯৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় চারশত পিস ইয়াবাসহ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. সালাউদ্দিন নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে রোববার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের পশ্চিম পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কচুয়াখালী এলাকার মাওলানা সফিউল্যাহর ছেলে।  
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মো. আবু ইউসুফ সঙ্গীয় ফোর্স উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রিয়কালে সালাউদ্দিনকে গ্রেফতার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মাদক ক্রেতা। পরে গ্রেফতারকৃত সালাউদ্দিনের শরীর তল্লাশী চালিয়ে চারশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, গ্রেফতারকৃত সালাউদ্দিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সালাউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এরআগেও লালমোহন এবং বোরহানউদ্দিন থানায় ৪টি মাদক মামলা রয়েছে। যেসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল।