অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে পাঁচ মাদকসেবীর জেল জরিমানা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৩৯

remove_red_eye

২৭৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে পাঁচ মাদকসেবীকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে তাদের প্রত্যেককে ৩ মাসের জেল ও দুইশত টাকা করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। দন্ডপ্রাপ্তরা হলেন, পৌরসভা ৪নং ওয়ার্ডের দেলোয়ার হাওলাদারের ছেলে সজিব, আবদুল খালেকের ছেলে শিবলু, আবুল কালামের ছেলে ফরহাদ, পৌরসভা ৫নং ওয়ার্ডের জসিম হাওলাদারের ছেলে জিহাদ ও আবুল কালামের ছেলে তুহিন। জানা যায়, পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানীগ্রামের একটি নির্জন মাঠে গাঁজাসেবন করছিল সজিব, শিবলু, ফরহাদ, জিহাদ ও তুহিন। এসময় গাঁজাসেবীদের আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় কাউন্সিলর রায়হান মাসুম। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম বলেন, আটককৃতদের পুনরায় ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের স্বীকারোক্তি শুনে প্রত্যেককে ৩ মাসের জেল ও দুইশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।