অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে ৬১ লাখ টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৫৮

remove_red_eye

২০৯

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে বিপুল পরিমাণের অবৈধ জাল জব্দ করা হয়েছে। রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৬টি অবৈধ বেহুন্দি জাল, দুই লাখ মিটার কারেন্ট জাল ও দুই হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়। এসব জালের বাজার মূল্য অন্তত ৬১ লাখ টাকা।
জব্দ করা জালগুলো সন্ধ্যায় লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নবীর চরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়াও অভিযানে বিভিন্ন প্রজাতির দুই মণ মাছ জব্দ করা হয়। এসব মাছ অসহায় মানুষ, আবাসনের বাসিন্দা এবং এতিমখানায় বিতরণ করা হয়। জব্দ করা হয় তিনটি মাছ ধরা নৌকাও। যা পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, কোস্টগার্ডের পেটি কর্মকর্তা এম. মুজতবাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।