অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৫৬

remove_red_eye

২১৩

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে এ বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মো. আনোয়ার রাব্বী।
রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আব্দুল গণির সঞ্চালনায় এ সময় রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক মাস্টার, ইউপি সদস্য মো. দিদার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুন্ন রহমানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।