অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪ | ১৯শে অগ্রহায়ণ ১৪৩১


‘দুর্বল স্মৃতিশক্তির বৃদ্ধ’ বলায় বেজায় চটেছেন বাইডেন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৪১

remove_red_eye

১৪১

রাষ্ট্রীয় গোপন নথি ঠিকমতো না রাখতে পারা সংক্রান্ত এক তদন্ত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘দুর্বল স্মৃতিশক্তির বৃদ্ধ’ বলে দাবি করা হয়েছে। আর তাতেই বেজায় ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর রীতিমতো সংবাদ সম্মেলন করে জো বাইডেন জানিয়েছেন, তার স্মৃতিশক্তি যথেষ্ট ভালো আছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন অতি গোপন কিছু ফাইল ভুল জায়গায় রেখেছিলেন। এমনকি, তিনি নিজের জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনাও স্মরণ করতে পারছেন না। ৩৮৮ পৃষ্ঠার ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্টের স্মৃতিশক্তির উল্লেখযোগ্য সীমাবদ্ধতা রয়েছে।

এদিকে, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হঠাৎ এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে ক্ষুব্ধ বাইডেন বলেন, আমার স্মরণশক্তি ঠিক আছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আমি আমার বড় ছেলে বো বাইডেনের মারা যাওয়ার কথা মনে করতে পারিনি! তারা কীভাবে এমন দাবি করতে পারেন? এসময় মার্কিন প্রেসিডেন্টকে কিছুটা আবেগতাড়িত হয়ে পড়তেও দেখা যায়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, আমি দয়ালু ও বয়স্ক মানুষ। আমি কখন কী করেছি, তা সবই জানি। আমি প্রেসিডেন্ট এবং আমি আমার দেশকে আবারও শক্ত অবস্থানে নিয়ে গেছি। সত্যি বলতে, যখন আমাকে প্রশ্ন করা হচ্ছিল, তখন আমি ভাবছিলাম যে এগুলো তো তাদের ব্যাপার নয়।

২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত বারাক ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। জানা গেছে, সেসময়ের বেশকিছু গোপন সরকারি নথি গত বছর বাইডেনের ডেলাওয়ারের বাড়ি ও ওয়াশিংটন ডিসির ব্যক্তিগত একটি প্রতিষ্ঠানের কার্যালয় থেকে উদ্ধার হয়।

শ্রেণিবদ্ধ গুরুত্বপূর্ণ নথি সঠিকভাবে সংরক্ষণ না করার ঘটনা তদন্তের দায়িত্ব পান ডিস্ট্রিক্ট অব মেরিল্যান্ডের সাবেক অ্যাটর্নি জেনারেল রবার্ট হুর। ঘটনা তদন্তে হুরকে বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগ দেন মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড।

তদন্ত প্রতিবেদনে রবার্ট হুর বলেন, বাইডেন ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় আফগানিস্তানে সামরিক ও পররাষ্ট্র নীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথিগুলো ভুলভাবে রেখেছিলেন। আমি তদন্তের অংশ হিসেবে ৮১ বছর বয়সী বর্তমান প্রেসিডেন্টের পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে সাক্ষাৎকার নিয়েছি। সে সময় তিনি কোন মেয়াদে ভাইস-প্রেসিডেন্ট ছিলেন ও ২০১৫ সালে যে তার ছেলে মারা গেছেন, তা মনে করতে পারেননি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ৯ মাস বাকি। নির্বাচন সামনে রবার্ট হুরের ওই তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, জো বাইডেন ৮১ বছর বয়সী দুর্বল স্মৃতিশক্তির সদয় ও বয়স্ক মানুষ। ফলে যথাযথভাবে নথি সংরক্ষণ না করতে পারার ঘটনায় জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করতে পারেনি।

 

সুত্র জাগো

 





ভোলার মেঘনা নদীতে মৎস্য বিভাগের অবৈধ জাল উদ্ধার অভিযানে হামলা মৎস্য কর্মকর্তা সহ ৫ জনকে পিটিয়ে  ও কুপিয়ে জখম

ভোলার মেঘনা নদীতে মৎস্য বিভাগের অবৈধ জাল উদ্ধার অভিযানে হামলা মৎস্য কর্মকর্তা সহ ৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

ভোলার আধুনিক পদ্ধতিতে দেশি মুরগি পালনের উপর দিন ব্যাপি প্রশিক্ষণ

ভোলার আধুনিক পদ্ধতিতে দেশি মুরগি পালনের উপর দিন ব্যাপি প্রশিক্ষণ

লালমোহনে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লালমোহনে বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে ১২হাজার প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

চরফ্যাশনে ১২হাজার প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

ভোলায় খামারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক তিন দিন ব্যাপি প্রশিক্ষনের উদ্বোধন

ভোলায় খামারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক তিন দিন ব্যাপি প্রশিক্ষনের উদ্বোধন

জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা

জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে নতুন গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ করতে চায় শেভরন

বাংলাদেশে নতুন গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ করতে চায় শেভরন

আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান তারেক রহমানের

আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান তারেক রহমানের

ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় : প্রণয় ভার্মা

ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় : প্রণয় ভার্মা

সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার প্রত্যয় সেনাপ্রধানের

সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার প্রত্যয় সেনাপ্রধানের

আরও...