অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:২৯

remove_red_eye

২০৭




লালমোহন প্রতিনিধি : মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. নিরব নামের এক আসামিকে গ্রেফতার করেছে ভোলার লালমোহন থানা পুলিশ। চট্টগ্রামের একেখান বাস স্টান্ড এলাকা থেকে গ্রেফতারের পর রোববার সন্ধ্যায় তাকে লালমোহন থানায় আনা হয়। এরআগে, শনিবার রাতে র‌্যাবের সহযোগিতায় চট্টগ্রামের একেখান বাস স্টান্ড এলাকা থেকে নিরবকে গ্রেফতার করা হয়। আসামি নিরব উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের মো. সামছল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার এসআই অপূর্ব কুমার মন্ডল বলেন, ২০১৪ সালে নিরবের বিরুদ্ধে চট্টগ্রামের কোতয়ালি থানায় একটি মাদক মামলা হয়। ওই মামলায় ২০২১ সালে আদালতের বিচারক নিরবের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা ও একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ঘোষণা করেন।

তিনি আরো বলেন, ওই সাজার কপি লালমোহন থানায় আসার পর তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আসামি নিরব চট্টগ্রামের একেখান বাস স্টান্ড এলাকায় অবস্থান করছেন বলে জানা যায়। এরপর সেখানে গিয়ে র‌্যাবের সহযোগিতায় তাকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামি নিরবকে রোববার সন্ধ্যায় লালমোহন থানায় আনা হয়েছে। দ্রæত সময়ের মাধ্যমে তাকে আদালতে পাঠানো হবে।