লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৩০
২৮৭
লালমোহন প্রতিনিধি : ২৫ বছরের কৃষক মো. সুমন ইসলাম। তিন বছর আগে বাজারের হোটেলে কাজ করতেন। হোটেলে কাজ করা অবস্থায় স্বপ্ন ছিল সবজি চাষ ও কৃষি কাজ করবে। সেই চিন্তা থেকেই গত তিন বছর হলো হোটেলের কাজ বাদ দিয়ে নিজের বাড়ির আঙিনায় ও জমি লগ্নি নিয়ে সবজি চাষ ও কৃষি কাজ করছেন। প্রতি বছর বিভিন্ন সবজি চাষ করলেও এবছর সুমন উপজেলা কৃষি অফিসের পরামর্শে ব্রোকলি চাষ করেছেন। সুমন ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড পাঙাসিয়া এলাকার গাজী বাড়ির মো. সিরাজের ছেলে।
কৃষক সুমনের সাথে কথা বললে তিনি জানান, উপজেলা কৃষি অফিসের থেকে প্রশিক্ষণ নিয়ে এবছর প্রথম ব্রোকলি চাষ শুরু করি। সেখান থেকে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক প্রদান করে। মোট ৩৫ শতাংশ জমিতে ব্রোকলির চাষ করি। এখানে প্রায় দুই হাজার চারা রয়েছে। এখন ফল আসা শুরু করেছে। তবে পরিপূর্ণ ফল ও বাজারে বিক্রি করতে আরো ২০-২৫ দিনের মতো লাগবে। একটি পরিপূর্র্ণ ফল কমপক্ষে দুই থেকে সর্বোচ্চ আড়াই কেজি হবে। বর্তমান বাজারে প্রতি কেজি ব্রোকলি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা করে। আসা করছি আমার এখান থেকে প্রায় দুই লক্ষ টাকার উপর ব্রোকলি বিক্রি করতে পারবো। এই ৩৫ শতাংশ জমিতে আমার মোট খরচ হয়েছে প্রায় বিশ হাজার টাকার মতো। আমার দৈনিক কাজের হিসেব হিসেব এখানে নেই।
স্থানীয় বাসিন্দা মো. রফিক হাওলাদার জানান, আমাদের এখানে এই এলাকায় বছর কৃষক সুমন প্রথম ব্রোকলি চাষ করেছে। তার গাছগুলোতে ফলন আসা শুরু করেছে। বিভিন্ন রঙের ব্রোকলি দেখতে খুবই ভালো লাগছে। আশা করছি সুমন ব্যাপক লাভবান হবেন। তার দেখা দেখে আমি নিজেও আগামীতে ব্রোকলি চাষ করার সিদ্বান্ত নিয়েছি।
ব্রোকলি বিষয়ে লালমোহন কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা টুটুল চন্দ্র সাহা বলেন, কৃষক সুমনকে সুন্দরী জাতের বীজ, সার, কীটনাশক ও প্রশিক্ষণ আমাদের অফিস থেকে ফ্রি দেয়া হয়েছে। কৃষক সুমন আমাদের পরামর্শ মোতাবেক ব্রোকলি চাষ করেছে এবং এখন পর্যন্ত তার ফলন উৎপাদন ভালো হয়েছে। আশা করছি সে ভালো লাভবান হবে।
এই উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরো বলেন, কৃষক সুমন আমাদের পরামর্শ মোতাবেক ব্রোকলি চাষ করে প্রথমবারেই সফল হয়েছেন। আশা করছি সে আগামীতেও আরো ব্যাপক পরিমাণে ব্রোকলি চাষাবাদ করবেন। এছাড়া আগামীতেও যদি এভাবে কেউ ব্রোকলি চাষ করতে আগ্রহী হয়, তাহলে তাকেও লালমোহন উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সামগ্রী দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
জাতি তার এক মহান অভিভাবককে হারালো : প্রধান উপদেষ্টা
মহাকালের সমাপ্তি
খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি
ভাবতেই পারছি না নেত্রী আমাদের মাঝে নেই: অশ্রুসিক্ত কণ্ঠে ফখরুল
বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন
জীবনে কোনো নির্বাচনে হারেননি খালেদা জিয়া
যেভাবে ‘আপসহীন নেত্রী’ হয়ে ওঠেন খালেদা জিয়া
খালেদা জিয়ার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়লেন নেতাকর্মীরা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক