অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে মৎস্য বিভাগের বিশেষ কম্বিং অপারেশন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২৪ রাত ১০:২৫

remove_red_eye

২৪২

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অপারেশন পরিচালনা করা হয়। অপারেশন চালিয়ে চারটি অবৈধ ধরা জাল, ছয় কেজি জাটকা ইলিশ এবং চৌদ্দটি নোঙর জব্দ করা হয়। এ সময় আটক করা হয় এক জেলেকে।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ। তিনি বলেন, জাটকা ইলিশ রক্ষায় আমরা মেঘনা নদীতে নিয়মিত বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছি। শনিবার অপারেশনে জব্দ করা অবৈধ ধরা জাল বিকালে মঙ্গলসিকদার ঘাটে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত জাটকা ইলিশ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।
অন্যদিকে জব্দ করা নোঙরগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে। এ ছাড়া বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে আটক করা জেলে মো. ঝান্টুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইমরান-মাহমুদ-ডালিম।