অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে নিখোঁজ জাহাঙ্গীরের মৃতদেহ পাওয়া গেলো বাসায়


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২৪ রাত ১০:১৮

remove_red_eye

২১৬

লালমোহন প্রতিনিধি : দুদিন ধরে নিখোঁজ ছিলেন জাহাঙ্গীর আলম। আর বাসার মধ্যেই পরেছিল লাশ। শুক্রবার সকালে দরজা ভেঙ্গে খাটের উপর থেকে মৃত উদ্ধার করা হয় জাহাঙ্গীর আলমকে। লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানীগ্রামের খলিফা বাড়িতে এমন মৃত্যুর ঘটনা ঘটে। ওই বাড়ির হানিফ খলিফার ছেলে জাহাঙ্গীর আলম।
বাড়ির লোকজন ধারণা করছেন হার্ট এটাক্টে অথবা শ^াসকস্টে তার মৃত্যু হয়। কারণ ঘরে একা থাকতেন তিনি। হাঁপানির কারণে ইনহেলার ব্যবহার করতেন তিনি। স্ত্রী সন্তান কেউই সাথে থাকতেন না। জাহাঙ্গীর আলম পৌরসভা কাউন্সিলর ঈমাম হোসেন হাওলাদারের অফিসে কাজ করতেন। তিনিও বুধবার রাত থেকে পাচ্ছেন না। ফোন করলেও কোন সারা শব্দ পাননি। জাহাঙ্গীর আলম একা থাকতেন ঘরে। বাইরেই খেয়ে রাতে গিয়ে ঘুমাতেন। সকালে বেরিয়ে যেতেন।
তার বড় বোন ফয়েজুন্নেছা অন্য ঘর থেকে এসে নিয়মিত খোঁজ খবর নিতেন। তিনি জানান, বৃহস্পতিবার সারাদিন তার কোন খোঁজ পাননি। শুক্রবার সকালে সাড়ে ৭টার দিকেও জাহাঙ্গীরের ঘরে গিয়ে কোন সারা শব্দ না পেয়ে ঘরের দরজা ভাঙ্গান। পরে খাটের উপরে মৃত পরে থাকতে দেখেন জাহাঙ্গীরকে।
তার স্ত্রী তজুমদ্দিন বাবার বাড়িতে থাকতেন। ছেলে প্রিন্স ভোলা সরকারি কলেজে অনার্স পড়তেন। মেয়ে জেরিন মনপুরা স্বামী বাড়িতে থাকতো। খবর শুনে সবাই সকালে ছুটে আসেন।