অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে কুরআন খতম ও দোয়া মোনাজাত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৩৯

remove_red_eye

২১৬

এমপি শাওনের মায়ের রোগ মুক্তি কামনায়


লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের মা হোসনে আরা বেগমের রোগ মুক্তি কামনায় ভোলার লালমোহন উপজেলায় কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিনের উদ্যোগে পৌরসভার হলরুমে এই কুরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পৌরসভার প্যানেল মেয়র সাইফুল কবির, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইমাম হোসেন হাওলাদার, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহেদুল ইসলাম নবীনসহ অরো অনেকে। কুরআন খতম শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা মো. আওয়াল।
প্রসঙ্গত, গত রবিবার রাতে এমপি শাওনের মাতা হোসনে আরা বেগম গুরুতর অসুস্থ (করোনা  পজেটিভ) হয়ে  হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন। তিনি সকলের দোয়া প্রার্থী।