অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে এক হাজার শীর্তাত মানুষকে কম্বল উপহার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২৪ রাত ১০:১৯

remove_red_eye

২৬৮

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় এক হাজার শীতার্ত মানুষকে কম্বল উপহার দেওয়া হয়েছে। রোববার সকালে লালমোহন পৌরসভার আয়োজনে পৌরভবনে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে দেশের মানুষ ভালো আছেন। দেশের অসহায় মানুষকে বর্তমান সরকারই বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছেন। লালমোহনেও সরকারের সব ধরনের সুযোগ-সুবিধা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এ আসনের মানুষের সুখে-দু:খে সবার আগে পাশে থাকছেন তিনি।
কম্বল বিতরণকালে আরো উপস্থিত ছিলেন- লালমোহন পৌরসভার প্যানেল মেয়র মো. সাইফুল কবীর এবং ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম নবীন প্রমুখ।