অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ | ১৫ই চৈত্র ১৪৩০


করোনায় ইতালিতে ১০০ চিকিৎসকের মৃত্যু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২০ দুপুর ০২:০১

remove_red_eye

৬৪৬

বাংলার কণ্ঠ ডেস্ক : মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে ১০০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্যবিষয়ক সংস্থা এফএনওএমসিইও বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

ওই সংস্থার একজন মুখপত্র জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে ইতালিতে ১০০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়া ইতালিতে ৩০ জনের অধিক নার্সেরও মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডোমিটারর্সের তথ্যমতে, শনিবার (১১ এপ্রিল) এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইতালিতে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছে ১৮ হাজার ৮৪৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু হয়েছে ৫৭০ জনের। এছাড়া করোনায় আক্রান্ত ১ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন।

 


করোনা