অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২রা জানুয়ারী ২০২৫ | ১৯শে পৌষ ১৪৩১


যুক্তরাজ্যের জিডিপি ঠিক থাকলেও শঙ্কা কাটেনি মন্দার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:৫৩

remove_red_eye

১১৮

যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে ভালো হলেও এখনো মন্দার আশঙ্কা কাটেনি। ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে এমন পরিস্থিতি প্রধানমন্ত্রী ঋষি সুনাকের জন্য কিছুটা চ্যালেঞ্জিং।

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান বিভাগের তাথ্য অনুযায়ী, নভেম্বরে জিডিপি বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ, যা রয়টার্সের পূর্বাভাস শূন্য দশমিক ২ শতাংশ থেকে সামান্য বেশি।

তবে জিডিটি বাড়লেও উৎপাদন কমেছে শূন্য দশমিক ২ শতাংশ, যা পূর্বাভাস শূন্য দশমিক এক শতাংশ থেকে বেশি।

কনফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডাস্ট্রির অর্থনীতিবিদ বেন জোনস বলেছেন, নভেম্বরে অর্থনীতির দুর্বল পারফরম্যান্সে বোঝা যাচ্ছে, ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে মন্দায় পড়তে পারে যুক্তরাজ্য।

এদিকে ইয়েমেনের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মূলত হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এঘটনার পরই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ ডলার বেড়ে ৭৯ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ৫৫ শতাংশ।

সুত্র জাগো