অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে নির্বাচনী মাঠে বাংলাদেশ নৌবাহিনী


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা জানুয়ারী ২০২৪ রাত ০৯:০৮

remove_red_eye

৪৫১

লালমোহন প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ভোলার লালমোহন উপজেলায় কাজ শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। এরই অংশহিসেবে বুধবার (৩ জানুয়ারি) বিকালে লালমোহন পৌরশহরে ফুটপেট্রোলিং করেছে নৌবাহিনীর লালমোহন কন্টিনজেন্টের একটি প্লাটুনের সদস্যরা। লালমোহন থানার মোড় থেকে ফুটপেট্রোলিং শুরু করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
এ ছাড়া আসন্ন দ্বাদশ নির্বাচন উপলক্ষ্যে ভোলা জেলার ৭ উপজেলায় ৭টি কন্টিনজেন্টের অন্তত নয়শত সদস্য কাজ করছেন। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে কাজ করবেন। অন্যদিকে যেকোনো জরুরী পরিস্থিতিতে লজিস্টিক সার্পোটের জন্য একটি নৌ-জাহাজ মোতায়ন রয়েছে।