অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


বিশ্বের বুকে বাংলাদেশ এখন মডেল দেশের পরিচিতি অর্জন করেছে: নূরুন্নবী চৌধুরী শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২৪ রাত ০৯:৪৫

remove_red_eye

৩৬২

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী উন্নয়ন ও জনগণের কল্যাণের মাধ্যমে বাংলাদেশের চিত্র বদলে দিয়েছেন। শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপে এক সময়ের হতদরিদ্র বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল দেশ হিসেবে পরিচিতি অর্জন করেছে। যার জন্য সারা বিশ্বের কাছে বাঙালি জাতি এখন সম্মানিত।
মঙ্গলবার সকালে ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাড়িতে নির্বাচনে নৌকার জয় নিশ্চিতের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। দেশে যত উন্নয়ন হয়েছে তা একমাত্র নৌকার জয়ের কারণে হয়েছে। এ দেশের জনগণ আগামী ০৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে জয় নিশ্চিত করে প্রমাণ করবে বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প নেই। কারণ জনগণ বিশ্বাস করে; আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশ আরো এগিয়ে যাবে, দেশের মানুষেরও অনেক উন্নয়ন হবে।
ফরাজগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান আলমগীর, সাবেক ইউপি সদস্য মমিনুল হক মিঠুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।