অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে বই উৎসব উদযাপন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৪০

remove_red_eye

২৪৪

লালমোহন প্রতিনিধি: সারাদেশের ন্যায় ভোলার লালমোহন উপজেলাতেও বই উৎসব উদযাপন করা হয়েছে। সোমবার সকালে নতুন বছরের প্রথমদিন লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।
লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা খানমের সভাপতিত্বে এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, লালমোহন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, এদিন লালমোহন উপজেলায় প্রাথমিক পর্যায়ে ১ লাখ ৫৯ হাজার পাাঁচশত ও এবতেদায়ী, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ে ৭৪ হাজার আটশত শিক্ষার্থী নতুন বই পান। স্ব-স্ব বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের শিক্ষকরা। নতুন বছরে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করতে দেখা গেছে।