অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


যেকোন মূল্যে নির্বাচন ব্যবস্থা সুন্দর করতে চাই: বিভাগীয় কমিশনার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২৩ রাত ০৮:৩৮

remove_red_eye

২৫৮

লালমোহন প্রতিনিধি : বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী বলেছেন, যেকোন মূল্যে আমরা নির্বাচন ব্যবস্থা সুন্দর করতে চাই। দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু ভোট করা যায় সেটা আমরা দেখাতে চাই। কেন্দ্রে ভোটার আনার দায়ীত্ব প্রার্থীদের। ভোট যারা নিবেন তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।
বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শহিদুল্যাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মো. তৌহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, ওসি এসএম মাহবুব উল আলম প্রমুখ।