অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


আবারও ভোলার শীর্ষ করদাতা হলেন রাশেদুজ্জামান পিটার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২৩ রাত ১০:৪৪

remove_red_eye

২৩১

লালমোহন প্রতিনিধি : ১০ম বারের মতো ভোলা জেলার শীর্ষ করদাতার সম্মাননা পেয়েছেন লালমোহন উপজেলার ব্যবসায়ী ও ঠিকাদার মো. রাশেদুজ্জামান পিটার। এরআগে টানা ৮ বছর ধরে সর্বোচ্চ করদাতার এ সম্মানটি ধারাবাহিকভাবে পেয়ে আসছেন তিনি।
মঙ্গলবার দুপুরে বরিশালের হোটেল গ্রান্ড পার্কে অনুষ্ঠিত ২০২৩ সালের সেরা করদাতাদের পুরস্কারের আয়োজন করে আঞ্চলিক কর অফিস। এতে এ বছরও রাশেদুজ্জামান পিটার ভোলা জেলার শীর্ষ করদাতার সম্মাননা পান। যার স্বীকৃতি স্বরূপ তাকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বরিশালের আঞ্চলিক কর কমিশনার মো. সারোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।