অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা সম্বলিত বই হস্তান্তর


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২৩ রাত ০৯:১৬

remove_red_eye

২২৮

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা সম্বলিত বই হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন’ প্রকল্পের আওতায় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ বই হস্তান্তর করা হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. নূরুল আমিন নাহিদ, লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা খানমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।