অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৩

remove_red_eye

২৫২

লালমোহন প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ভোলার লালমোহন উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর দিনের প্রথম প্রহরে লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, থানার মোড়ে শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
অন্যদিকে, লালমোহন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, লালমোহন থানাসহ বিভিন্ন সরকারি-বেসরকারী দপ্তরের পক্ষ থেকে শহীদ স্মৃতি ফলক ও জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল-কলেজ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্কাউটস, রোভার স্কাউটসের পক্ষ থেকে কুচকাওয়াজ পরিদর্শন করা হয়। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শরীর চর্চা ও ডিসপ্লে পরিদর্শন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, পৌরসভা মেয়র এমদাদুল ইসলাম তুহিন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ বিভিন্ন সরকারি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।