অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে নবাগত ইউএনওর সঙ্গে পরিচিতি সভা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই ডিসেম্বর ২০২৩ রাত ০৮:১৬

remove_red_eye

১৯০

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে লালমোহন উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান, ওসি এসএম মাহবুব উল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সমাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।