অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে গাছের আঘাতে যুবক নিহত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২৫

remove_red_eye

২৩৫

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় নিজ হাতে কাটা গাছের আঘাতে মো. শাহজাহান মাঝি নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের সাতানি এলাকায় এ ঘটনা ঘটে। শাহজাহান ওই এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে।
জানা যায়, দুপুরের দিকে শাহজাহান তার নিজস্ব সুপারি বাগানে গাছ কাটছিলেন। এ সময় একটি গাছ ছিটকে তার বুকে স্বজোরে আঘাত করে। ওই আঘাতে শাহজাহান মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় পাশে থাকা তার স্ত্রী বিষয়টি দেখতে পেয়ে তাকে দ্রæত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেন। ওই পল্লী চিকিৎসক শাহজাহানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।