অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে সাপের ছোবলে কৃষকের মৃত্যু


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৭

remove_red_eye

২৭৫

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে সাপের ছোবলে মো. ইয়াছিন মাঝি নামে ৪৫ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই কৃষক লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্যায়ারী মোহন এলাকার মৃত মোস্তফার ছেলে।
জানা যায়, শনিবার বিকালে বাড়ির পাশের জমিতে ঘাস কাটছিলেন ইয়াছিন মাঝি। এ সময় তার পায়ের আঙুলে একটি বিষধর সাপ ছোবল দেয়। এরপর স্থানীয় ওঝার মাধ্যমে তার শরীর থেকে বিষ নামানোর চেষ্টা করা হয়। তবে এতে করে ইয়াছিন মাঝি আরো অসুস্থ্য হয়ে পড়েন। যার জন্য তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত ইয়াছিন মাঝি পেশায় একজন কৃষক বলে জানা গেছে।
এ বিষয়ে লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম মিয়া বলেন, সাপের দংশনে এক কৃষক মারা গেছেন বলে শুনেছি। রোববার সকালে পারিবারিকভাবে তার লাশ দাফন করা হয়েছে।