অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫ | ৩০শে পৌষ ১৪৩১


পাকিস্তানের শপিং মলে আগুন ১১ জন নিহত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১৩

remove_red_eye

১৫২

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির একটি শপিং মলে শনিবার আগুনে কমপক্ষে ১১ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরীর ছয়তলা ভবনের চতুর্থ তলায় অগ্নিকান্ডের সময় ৬০ জনেরও বেশি লোক মলের ভেতরে ছিল।
উদ্ধার পরিষেবার সঙ্গে জড়িত চিপ্পা কল্যাণ সংস্থার মুখপাত্র শহিদ হুসেন বলেছেন, ‘আমাদের উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ১১টি মৃতদেহ হাসপাতালে নিয়ে গেছে।’ 
তিনি বলেন, ৩৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর।
শহিদ হুসেন বলেন, কমপক্ষে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। 
প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শাব্বির আলি নিহতের সংখ্যা এবং আহতদের সংখ্যা নিশ্চিত করেছেন।
হুসেইন বলেন, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং ভবনের দুই তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

সুত্র বাসস