অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৯শে নভেম্বর ২০২৩ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০


ভোলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২৩ রাত ১১:২৩

remove_red_eye

৩৭

মলয় দে  : ভোলায় বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।এ দিবসটি উপলক্ষে  বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ৪ নভেম্বর সকালে জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে বেলুন ও পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে সেখান
থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।পরে জেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফুজ্জামান, ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, মো: ইউনুস, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম।
সভায় বক্তারা কর্মদক্ষতার ভিত্তিতে এলাকার আইনশৃঙ্খলা এবং অপরাধ দমনে সকলকে একযোগে কাজ করার আহŸান জানান।
এছাড়াও বক্তাগণ শহরে-গ্রামে, পাড়ায়-মহল্লায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোরগ্যাং এর বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং এর সদস্যদের প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
এছাড়াও অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো তরান্বিত ও বেগবান করার লক্ষ্যে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ও সদস্যদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে এসময়,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ মামুন অর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস )  আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  রিপন চন্দ্র সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মনপুরা প্রতিনিধি জানান \ ভোলার মনপুরায় সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাবাহ ও যৌতুক প্রতিরোধ বিষয়ক কমিউিনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এর আগে মনপুরা থানার ওসি’র নেতৃত্বে একটি র‌্যালি থানা কমপ্লেক্সে এর সামনে থেকে বের হয়ে সদর প্রদক্ষিন করে।

শনিবার দুপুর ১২ টায় মনপুরা থানায় এই কার্যক্রম অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

পরে থানা কার্যালয়ে ‘পুলিশ জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওসি জহিরুল ইসলামের সভাপিতত্বে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি তদন্ত শংকর তালুকদার, এসআই সাইদুল ইসলাম, এসআই ফিরোজ, এসআই সাগর, এএসআই মামুনসহ মনপুরা থানার পুলিশের সদস্যরা ও সাধারন জনতা।





বাবার পাশে ছেলের মতই দায়িত্ব নিয়েছে স্কুলছাত্রী তানজিলা

বাবার পাশে ছেলের মতই দায়িত্ব নিয়েছে স্কুলছাত্রী তানজিলা

পরিস্থিতি পর্যবেক্ষণ করে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয় সমন্বয় হবে : ওবায়দুল কাদের

পরিস্থিতি পর্যবেক্ষণ করে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয় সমন্বয় হবে : ওবায়দুল কাদের

আমরা চাই বিএনপি টেরোরিস্ট কর্মকান্ড থেকে বেরিয়ে আসুক : তথ্যমন্ত্রী

আমরা চাই বিএনপি টেরোরিস্ট কর্মকান্ড থেকে বেরিয়ে আসুক : তথ্যমন্ত্রী

লটারিতে স্কুল পাওয়া শিক্ষার্থীদের ৫ দিনের মধ্যে ভর্তির নির্দেশ

লটারিতে স্কুল পাওয়া শিক্ষার্থীদের ৫ দিনের মধ্যে ভর্তির নির্দেশ

তারেকের নেতৃত্ব না মানা নেতারা নির্বাচন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

তারেকের নেতৃত্ব না মানা নেতারা নির্বাচন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বই উৎসব পেছাতে পারে: শিক্ষামন্ত্রী

বই উৎসব পেছাতে পারে: শিক্ষামন্ত্রী

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সব পদক্ষেপ নেয়া হচ্ছে : মো. আলমগীর

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সব পদক্ষেপ নেয়া হচ্ছে : মো. আলমগীর

জাতির পিতার সমাধিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতার সমাধিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শ্রদ্ধা

মেক্সিকোর বৃহত্তম বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ

মেক্সিকোর বৃহত্তম বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ

পুলিশকে সহায়তায় ১০ হাজার আনসার মোতায়েনের নির্দেশ

পুলিশকে সহায়তায় ১০ হাজার আনসার মোতায়েনের নির্দেশ

আরও...