লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৩ রাত ১০:২২
৩০৯
লালমোহন প্রতিনিধি : ভোলার চরফ্যাসনের দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের ১ নং ওয়ার্ড পাঙ্গাসিয়া খাল গোড়া এলাকায় কৃষি জমি কেটে ইটভাটা তৈরীর কাজ করছেন মোশারফ কন্টেকটার নামের এক ব্যক্তি। ইট ভাটার নাম দেয়া হয়েছে তেঁতুলিয়া। মোশারফ কন্টেকটারের নিজের ক্রয়কৃত জমি ছাড়াও পাশের অন্য মানুরেষর ধান চাষ করা জমি থেকে জোর করে বেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। তেঁতুলিয়া ইটভাটা নিয়ে এলাকাবাসী যেন কোন রকম প্রতিবাদ বা কথা বলতে না পারে তার জন্য ওই এলাকার মাসুদ মাঝি নামে একজন দালাল রাখছেন মোশারফ। মাসুদ মাঝি ওই ইটভাটার মাটিকাটাও ইটভাটার কন্টেকটারের নিজস্ব লোক বলে জানান এলাকাবাসী। ওই এলাকার ৭০ বছর বয়সী নুর ইসলামের জমি থেকে বেকু দিয়ে জোর করে মাটি কাটার কারনে গত বুধবার দুলারহাট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তার ছেলে জসিম জানায় থানায় অভিযোগ দেয়ার পর তারা আমাদেরকে হুমকি ধামকি ও ধরপাকড় করার কারণে আমরা ৫বছরের জন্য আমাদের ধান চাষের জমি তাদের কাছে বন্ধক রাখতে বাধ্য হয়েছি। এ কারণে ধান পাকার আগেই কাঁচা ধানগাছ কেটে নিচ্ছি।
সরেজমিনে শুক্রবার সকালে তেঁতুলিয়া ইটভাটায় গিয়ে ছবি এবং ভিডিও করতে গেলে বাঁধা প্রদান করেন মাসুদ মাঝি। সাংবাদিক পরিচয় দেয়ার পর উত্তোজিত হয়ে মাসুদ মাঝি বলেন আমাদের জমিতে আমরা ইটভাটা করছি আপনারা কেন ছবি করবেন। ভিডিও বা ছবি করতে নিষেধ করেন তিনি। ইটভাটার মালিক কে এবং তাকে ডাকতে বললে তিনি বলেন ওনি হলেন সচিবের ভাই মোশারফ কন্টেকটার।
গ্রামাঞ্চলের আবাসিক এলাকায় কৃষি জমিতে ইটভাটার করার কারণে এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তারা ইটভাটার মালিকদের ভয়ে প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছে না। এলাকার মো. কবির, মো. সিরাজ, মো. ইলিয়াছ, মো. জসিমসহ অনেকে জানান, কৃষি জমিতে ইটভাটা করা হচ্ছে। তাদের ক্রয়কৃত জমি ছাড়া বাইরের মানুষের জমি জোর করে ভেকু দিয়ে মাটি কাটছে।
ইটভাটার পাশের জমির মালিক মো. ইছমাইল হোসেন মামুন জানান, বর্তামন তেতুলিয়া নামের ইটভাটা এলাকায় আমাদের প্রায় ৮একর জমি ওরা লিজ নিতে চেয়েছিল। আমরা ফসলী জমিতে ইটভাটার জন্য লিজ দিতে রাজী না হওয়ার কারণে আমাদের জমির সিমানা বরাবর ভেকু দিয়ে গর্ত করে মাটি কাটার কারণে এখন আমাদের কৃষি জমি তাদের গর্তের মধ্যে ভেঙ্গে পড়ছে। গত ২৭ অক্টোবর সকালে আমি নিজে গিয়ে মাটি কাটার দৃশ্য মোবাইলে ধারণ করতে গেলে মাসুদ মাঝি, নুরে আলম ও সুমনসহ আমাকে মারধর করে এবং আমার পকেটে থাকা ১১ হাজার ৫শত টাকা নিয়ে যায়। আমি এই ব্যাপারে পরদিন ২৮ অক্টোবর দুলারহাট থানায় এজাহার দাখিল করি।
আবাসিক এলাকায় কৃষি জমিতে ইটভাটা ও জোর করে মাটি কাটা প্রসঙ্গে মোশারফ কন্টেকটার বলেন, আমাদের জমিতে আমরা ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটার জন্য কাজ করছি। ইছমাইল হোসেন মামুন গংদের জমি আমাদের পাশে অবস্থিত। তাদের জমি থেকে আমরা মাটি কাটি নাই। মামুনদের জমিগুলো আমরা লিজ নিতে চেয়েছিলাম। ওরা ওদের জমি দেয়নি এবং আমরা যাতে ওইখানে ইটভাটা করতে না পারি তার জন্য তার মামুন বিভিন্ন ষড়যন্ত্র করছে।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, মো. ইছমাইল হোসেনের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
জাতি তার এক মহান অভিভাবককে হারালো : প্রধান উপদেষ্টা
মহাকালের সমাপ্তি
খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি
ভাবতেই পারছি না নেত্রী আমাদের মাঝে নেই: অশ্রুসিক্ত কণ্ঠে ফখরুল
বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন
জীবনে কোনো নির্বাচনে হারেননি খালেদা জিয়া
যেভাবে ‘আপসহীন নেত্রী’ হয়ে ওঠেন খালেদা জিয়া
খালেদা জিয়ার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়লেন নেতাকর্মীরা
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক