অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪ | ২৩শে আশ্বিন ১৪৩১


মুজিব একটি জাতির রুপকার চলচ্চিত্রটি দেখতে ভোলার সিনেমা হলে এমপি শাওন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২৩ রাত ১০:৩৭

remove_red_eye

১৬১

বাংলার কন্ঠ প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত মুজিব একটি জাতির রুপকার চলচ্চিত্রটি দেখতে ঢল নেমেছে সকল শ্রেণি-পেশার মানুষের।

তারাই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যা ৬ টায় দ্বীপজেলা ভোলার রুপসী সিনেমা হলে দেখা যায় পুরো হল কানায় কানায় পরিপূর্ণ। দর্শকদের  চোখে-মুখে ছিলো জাতীর পিতার প্রতি কৃতজ্ঞতার প্রতিচ্ছবি।
 ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার প্রায় ৯ শ সাধারন জনগনকে নিয়ে ছবিটি দেখতে সিনেমা হলে যান ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।  
ছবিটি দেখে আগামী প্রজন্ম দেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে সঠিক ইতিহাস জানতে পারবে বলে মনে করছেন সচেতন মহল।
জাতির জনক বঙ্গবুন্ধ শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত মুজিব একটি জাতির রুপকার চলচিত্রটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফ্রি দেখতে পারে সেজন্য ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন  ৯০০ টি টিকেট ক্রয় করে উপহার হিসেবে বিতরণ করেন সবার মাঝে। সন্ধ্যায় ভোলার রুপসী সিনেমা হলে ৮ম দিনের শো অনুষ্ঠিত হয়। চলচিত্রটি উপভোগ করেন  উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ,শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বঙ্গবন্ধু ও তার পরিবারের ত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভাব হয়েছে বলে মনে করছেন দর্শনার্থীরা। বাংলাদেশের আগামী প্রজন্ম স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস অবদান তা স্পষ্টভাবে ফুটিয়ে তুলে ধরেছে চলচিত্রটি। ভবিষ্যত প্রজন্ম এ চলচিত্রের মাধ্যমে ইতিহাস সম্পর্কে সঠিকভাবে জানতে পারবে।

আর ভোলা -৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন আবেগ আপ্লুত হয়ে বলেন, ১৯৫২ সাল থেকে ৭৫ পর্যন্ত কি ঘটনা ঘটেছে এ চলচ্চিত্রে মাধ্যমে তা তুলে ধরা হয়েছে। নতুন প্রজন্ম ও সকল শ্রেণী-পেশার মানুষ চলচিত্রটি দেখার মধ্যদিয়ে সত্যি-কারের ইতিহাস জানতে পারবে বলে তিনি জানান। তাই চলচ্চিত্রটি সকলকে দেখার জন্য আহবান জানান তিনি।