বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২৩ বিকাল ০৫:১৫
২৫৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। ব্যাংকটির নতুন নাম হবে ব্র্যাক ব্যাংক পিএলসি। আগামী ১৭ অক্টোবর থেকে ব্যাংকটির নতুন নাম কার্যকর হবে।
ব্যাংকটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএসই জানায়, ব্র্যাক ব্যাংকের নাম পরিবর্তনের বিষয়ে দেওয়া প্রস্তাব ডিএসই থেকে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১৭ অক্টোবর থেকে ব্যাংকটির নতুন নাম ‘ব্র্যাক ব্যাংক পিএলসি’ কার্যকর হবে। নাম বাদে ব্যাংকটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এদিকে, সম্প্রতি কোম্পানিটি চলতি বছরের প্রথম ছয় মাসের অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনের তথ্যানুযায়ী, কোম্পানিটির মুনাফা বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফ হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ১ টাকা ৩৭ পয়সা।
মুনাফার পাশাপাশি সম্পদের পরিমাণও বেড়েছে। চলতি বছরের জুন শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৮ টাকা ৯২ পয়সা। ২০২২ সালের জুন শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ৩৫ টাকা ৮৩ পয়সা।
২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এ ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৮ কোটি ৮৩ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ২২৭টি। এর মধ্যে ৪৬ দশমিক ২৪ শতাংশ শেয়ার আছে উদ্যোক্ত ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৭ দশমিক ৩১ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ৮৮ শতাংশ এবং বিদেশিদের কাছে ৩০ দশমিক ৫৭ শতাংশ শেয়ার আছে।
কোম্পানিটির লভ্যাংশের তথ্য পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের সাড়ে ৭ শতাংশ নগদ এবং সাড়ে ৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০২১ সালেও সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় প্রতিষ্ঠান।
এছাড়া ২০২০ সালে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার, ২০১৯ সালে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস শেয়ার, ২০১৮ সালে ১৫ শতাংশ বোনাস শেয়ার, ২০১৭ সালে ২৫ শতাংশ বোনাস শেয়ার এবং ২০১৬ সালে ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় কোম্পানিটি। অর্থাৎ ব্যাংকটি বিনিয়োগকারীদের নিয়মিত বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে।
সুত্র জাগো
মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা
ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত
মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন
মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার
বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা
ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু