অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ঢাকায় গিয়ে লাশ হয়ে ফিরলো লালমোহনের তানজিম


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৩ রাত ০৯:০৩

remove_red_eye

২৪১

লালমোহন প্রতিনিধি : ২০ দিন আগে ঢাকায় বাবার কাছে বেড়াতে যান ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়নের দেবিরচর এলাকার মো. তানজিম। তার বাবা সালাউদ্দিন ঢাকার মিরপুরে রাজমিস্ত্রির কাজ করতেন। গত বুধবার (১১ অক্টোবর) বাবার কাজ দেখতে যান তানজিম। এ সময় অসতর্কতাবশত একটি ছয়তলা নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে যায় সে।
এরপর দ্রæত তাকে উদ্ধার করে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায় তানজিম। সে লালমোহনের নূরুন্নবী চৌধুরী কলেজিয়েট একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ বিষয়ে লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ বলেন, তানজিম সম্পর্কে আমার নাতি। অসাবধানতাবশত সে একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে যায়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তানজিম। ঢাকায় আইনি প্রক্রিয়া শেষে তার লাশ বাড়িতে আনা হয়েছে।