অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে উন্নয়ন শোভাযাত্রা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৩ রাত ১০:৩২

remove_red_eye

২৪৯

লালমোহন প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ভোলার লালমোহনে উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রায়হান মাসুমের উদ্যোগে সমিতির মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করে। দেশের মানুষের কল্যাণে কাজ করে। এ জন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল সুযোগ-সুবিধা ভোলা-৩ আসনের সাধারণ জনগণের দোরগোড়ায় পৌছে দিতে নিরলসভাবে কাজ করছেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। তার বিজয় নিশ্চিতের মাধ্যমে ভোলা-৩ আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিবো ইনশাআল্লাহ।
কাউন্সিলর রায়হান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।