অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহন সরকারি শাহবাজপুর কলেজে কর্মবিরতি


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২রা অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৩৭

remove_red_eye

৪০১

লালমোহন  প্রতিনিধি: ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। সোমবার বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কর্মসূচি হিসেবে এ কর্মবিরতি পালন করা হয়।
জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভূক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সর্বাত্মক কর্মবিরতি পালন করে। এ কর্মসূচিতে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের শিক্ষকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।