অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে লালমোহনে মতবিনিময় সভা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:৩৪

remove_red_eye

২৫৮




লালমোহন প্রতিনিধি :  জাতীয় শিক্ষাক্রম ২০২২ বাস্তাবায়ন শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ে ভোলার লালমোহন উপজেলার মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান (স্কুল, মাদরাসা ও কারিগরি) প্রধানদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার দিনব্যাপী লালমোহন উপজেলা অডিটোরিয়ামের ২য় তলায় হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা শিক্ষা অফিসার দীপক হালদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জাতীয় পর্যায়ে কারিকুলামের জাতীয় কমিটির সাথে সরাসরি কাজ করা ভোলা টগবী স্কুলের প্রধান শিক্ষক অসিম আচার্য শান্ত প্রমূখ।
লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে এবং একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডলের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলায় কর্মরত স্কুল, মাদরাসা ও কারিগরির প্রধান এবং নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনারগণ।