বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:৪৫
৩৫৭
সারা দেশের মধ্যে প্রথম সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগীদের নিয়ে মতবিনিময় সভা
হাসিব রহমান.লালমোহন থেকে ফিরে : হর চন্দ্র শীল। এক সময় তার ঘর বাড়ি জমি জমা সবই ছিল। কিন্তু সর্বনাশা মেঘনা নদী তার সব কেড়ে নিয়েছে। লালমোহনের লর্ড হার্ডিঞ্জ এলাকায় সেলুনে কাজ করে স্ত্রী ২ সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় কোন রকমে কষ্টে চলতো জীবন। মাস গেলে ঘর ভাড়া দেয়ার চিন্তায় ঠিক মতো তার ঘুম হতো না। কিন্তু এখন আর তার সেই দুঃখ কষ্ট নেই। তাঁর নিজের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর একটি পাকা ঘর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে শান্তিতে বসবাস করছেন। ঠিক মতো ঘুমাতে পারছেন।হর চন্দ্র শীলের মতো ভোলার লালমোহন উপজেলার ধলিগৌর নগর ইউনিয়নে বিবি সায়েরা বেগমও তার বদলে যাওয়া জীবনের গল্প শুনিয়েছেন। তিনি বলেন, স্বামী সন্তান নিয়ে ভালোই চলছিল তার সংসার। কিন্তু গত ৩ বছর আগে তার স্বামী মোঃ ফারুক স্ত্রী সন্তান কে ফেলে রেখে চলে যায়। 
এর পর সায়েরা বেগমের জীবনে নেমে আসে চরম বিপযয় । সন্তানদের নিয়ে দুই মুঠো খাবার জোটানো ছিল অনিশ্চিত। মানুষের বাসা বাড়িতে কাজ করে খেয়ে না খেয়ে চলতো তাদের জীবন। ঠিক ওই সময় এলজিইডির শ্রমিক হিসেবে ৭ হাজার টাকা বেতনে রাস্তার মাটি কাটার কাজ পান। তা দিয়ে এখন ঘুরে দাঁড়ানো চেষ্টা করছে। লালমোহনের দরিদ্র পরিবারের শারীরিক প্রতিবন্ধী সুরমা বেগমের লেখা পড়া যখন বন্ধ হয়ে যাচ্ছিলো। তখন সরকারি প্রতিবন্ধী ভাতা পেয়ে তার জীবনের গল্পই এখন পাল্টে গেছে। তিনি এখন লালমোহন করিমুন্নেসা হাফিজিয়া মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীতে লেখা পড়া করছেন। পাশাপাশি আইসিটি প্রশিক্ষণ নিয়ে অনলাইনে কাজ করে পরিবারকে আর্থিক সাহায্য করছেন। উপকূলীয় দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ন প্রকল্পের হতদরিদ্র বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সাথে জনপ্রতিনিধি ও প্রশাসনের মতবিনিময় সভায় এরকম অপ্রকাশিত জীবন বদলে যাওয়া অজানা গল্প তুলে ধরা হয়।
মঙ্গলবার ভোলার লালমোহনের সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে সকাল থেকেই এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয় প্রশাসনের আয়োজনে সারা দেশের মধ্যে প্রথম ব্যতিক্রম এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল পার্কের মাঠে দুর দূরান্ত থেকে দলে দলে নারী পুরুষ ছুটে আসেন। লালমোহন উপজেলা নিবার্হী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন , ভোলা- ৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।এসময় তিনি বলেন,এক সময়ের অবহেলিত এই জনপদ কে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন ও হাজার হাজার সুবিধা ভোগী পরিবার সরাসরি নানা সংকল্পের মাধ্যমে সুফল ভোগ করছেন । তাঁর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জন্মই হয়েছে সাধারণ মানুষের কল্যাণের জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লড়াই-সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। আর বর্তমানে তার-ই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে এগিয়ে নিচ্ছেন। শেখ হাসিনা বুঝেন দেশের মানুষের দুঃখ-কষ্ট, তাই তিনি নানামুখী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন। যার ফলে বর্তমানে দেশের জনগণ শান্তিতে ও নিরাপদে রয়েছে। এই ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় লালমোহনের বিএনপি জোট সরকারের আমলে অত্যাচার নির্যাতন ও বর্তমান সরকারের দিন বদলের উন্নয়নের প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান, পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন,লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সরকারের সুফলভোগীরা কয়েক হাজার নারী পুরুষ ।

বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই
জাতি তার এক মহান অভিভাবককে হারালো : প্রধান উপদেষ্টা
মহাকালের সমাপ্তি
খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি
ভাবতেই পারছি না নেত্রী আমাদের মাঝে নেই: অশ্রুসিক্ত কণ্ঠে ফখরুল
বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন
জীবনে কোনো নির্বাচনে হারেননি খালেদা জিয়া
যেভাবে ‘আপসহীন নেত্রী’ হয়ে ওঠেন খালেদা জিয়া
খালেদা জিয়ার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়লেন নেতাকর্মীরা
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক