অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে সাপুড়েদের প্রীতি ফুটবল ম্যাচ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:৩২

remove_red_eye

২৬৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে সাপুড়েদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শরিয়তপুর জেলা থেকে আগত সাপুড়েদের একটি দলের সাথে প্রীতি ফুটবল ম্যাচে প্রতিদ্ব›িদ্বতা করেছে ভোলা জেলা সাপুড়ে দল। লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে ম্যাচের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। শরিয়তপুর থেকে আগত সাপুড়ে দলের খেলোয়াড় নান্টু মিয়া জানান, আমরা পেশার কারণে জেলার বিভিন্নস্থানে যাতায়াত করি। সব জায়গার সাপুড়েদের সাথে সুসম্পর্ক ও বন্দন তৈরি করতে আমরা এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছি।
ম্যাচ উদ্বোধন করে এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সকল শ্রেণির সকল পেশার মানুষের অধিকার নিশ্চিত করেছেন, তাদের সম্মান বৃদ্ধি করেছেন। এ কারণে আজ সকলে সমান সুবিধা পাচ্ছে।
ম্যাচে শরিয়তপুর জেলা ১-০ গোলে জয় লাভ করে। এসময় উপজেলা আওয়ামী লীগ নেতা শাহিন জুয়েল, ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রাহাত আনোয়ার, জাকির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।