অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


দেশের ৯২ টি স্টেশনে পানি সমতল হ্রাস পাচ্ছে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৩০

remove_red_eye

১৮৩

দেশের ১০৯ টি পানি সমতল পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ১৫ টিতে নদীর পানি সমতল বেড়েছে, ৯২ টি স্টেশনে পানি সমতল হ্রাস পেয়েছে। দুইটি স্টেশনে পানি সমতল অপরিবর্তিত রয়েছে।
আজ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কিকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সুত্র বাসস