অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫ | ২০শে চৈত্র ১৪৩১


ভোলায় ব্যাংক এশিয়াতে মুজিব কর্নার উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২০ ভোর ০৪:৪১

remove_red_eye

৮৪৮




 বাংলার কণ্ঠ প্রতিবেদক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ প্রথম দিনে ভোলায় ব্যাংক এশিয়ায় জেলা শাখায় মুজিব কর্নার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ফিতা কেটে ব্যাংক এশিয়াতে এ মুজিব কর্নারের উদ্বোধন  করেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু ও ব্যাংক এশিয়ার  ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: সাজ্জাদ হোসেন । এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকীব, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ। ব্যাংক এশিয়ার  ডেপুটি ম্যানেজিং ডারেক্টর মো: সাজ্জাদ হোসেন জানান,বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে ভোলা জেলায় ব্যাংক এশিয়া শাখায় মুজিব কর্নার স্থাপন করা হয়েছে। মুজিব কর্নারে বঙ্গবন্ধু, বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাস ও ঐতিহাসিক বইসমূহ স্থান পাবে। ব্যাংক কর্মকর্তা, গ্রাহকসহ সব শ্রেণী-পেশার মানুষের জন্য এ কর্নার উন্মোক্ত থাকবে ।